Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জানুয়ারি ২০২১

নবনির্মিত নিপোর্ট ভবনের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন


প্রকাশন তারিখ : 2021-01-18

 

আগামী ২১/০১/২০২১ খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার নবনির্মিত নিপোর্ট ভবনের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি  প্রস্তর স্থাপন করবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সম্মানিত সচিব জনাব মো: আলী নূর এবং স্বাস্থ্য সেবা বিভাগের সম্মানিত সচিব জনাব মো. আবদুল মান্নান। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মিজ সাহান আরা বানু, এনডিসি, এইচইডি এর প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার এবং নিপোর্ট পরিচালকবৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা।


Share with :

Facebook Facebook