Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০২০

নিপোর্টে জাতীয় শোক দিবস পালিত


প্রকাশন তারিখ : 2020-08-15

নিপোর্টে জাতীয় ভাবগাম্ভীর্য ও স্বাস্থ্য বিধি মেনে সীমিত আকারে জাতীয় শোক দিবস-২০২০ উদযাপিত হল আজ। এ উপলক্ষ্যে জাতির পিতার ছবিতে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কালোরাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁঁর পরিবারের ১৬ জন সদস্যকে কিছু বিপথগামী সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। উক্ত সভায় সভাপতিত্ব করেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান।

 


Share with :

Facebook Facebook