Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০১৮

নিপোর্টে ১০দিন ব্যাপী সিনিয়র স্টাফ নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু


প্রকাশন তারিখ : 2018-11-25

নবনিযুক্ত সিনিয়র নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ প্রদান শুরু করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)। গত ২৫/১১/২০১৮ ইং তারিখ রবিবার থেকে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সটি শুরু হয়েছে। কোর্সটির উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন নিপোর্টের মহাপরিচালক  ও অতিরিক্ত সচিব  জনাব সুশান্ত কুমার সাহা, পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জানাব মো. মতিয়ার রহমান। কোর্সটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপোর্টের সহকারী পরিচালক জনাব বিশ্বজিৎ বৈশ্য ও প্রশিক্ষক জনাব মো. আবুল মঈন। উল্লেখ্য যে, কোর্সটিতে ২৫ জন নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্স অংশগ্রহণ করছে।