Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০১৯

নিপোর্টে SDG বিষয়ক কর্মশালা অনুষ্টিত


প্রকাশন তারিখ : 2019-10-16
নিপোর্ট প্রধান কার্যালয়ে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা সম্পর্কিত এসডিজি অর্জনে কর্মপরিকল্পনা বাস্তবায়ন কর্মশালা শুরু হয়েছে। দুই দিন ব্যাপী এই কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও নিপোর্ট সহ বিভিন্ন অধিদপ্তরের মোট ১৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব জাহিদ মালেক, এমপি, মাননীয় মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মো. আসাদুল ইসলাম, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, মহাপরিচালক, প. প. অধিদপ্তর, জনাব সুশান্ত কুমার সাহা, মহাপরিচালক, নিপোর্ট। প্রধান বক্তা হিসেবে থাকবেন জনাব মো. আবুল কালাম আজাদ, এস ডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর কার্যালয়। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত সচিব শেখ ইউসুফ হারুন কর্মশালাটির সভাপতিত্ব করছেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক আয়োজিত এই কর্মশালাটি আগামী ১৭/১০/২০১৯ খ্রি. তারিখে শেষ হবে।

Share with :

Facebook Facebook