Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০১৯

নিপোর্টে জাতীয় শোক দিবস-২০১৯ পালিত


প্রকাশন তারিখ : 2019-08-18

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৯ পালন উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)- এর উদ্যোগে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঞ্ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত সচিব জনাব শেখ ইউসুফ হারুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই মেয়াদের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ স ম আরেফিন সিদ্দিক । এছাড়াও উপস্থিত ছিলেন নিপোর্টের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব নিমাই চন্দ্র পাল, পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান এবং পরিচালক (গবেষণা) ও যুগ্মসচিব জনাব মো. রফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ত্ব করেছেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। 


Share with :

Facebook Facebook